Last Update

Showing posts with label College Info. Show all posts
Showing posts with label College Info. Show all posts

Sunday, 29 December 2019

December 29, 2019

Welcome to Jessore Govt City College

Welcome to Jessore Govt City College

Jessore Government City College, situated in the heart of Jessore town, is one of the oldest and leading colleges in the South Bengal as well as in the country. This college has achieved a prestigious position in the history of education of the nation. It has reached a new height of excellence in promoting education and creating human resources in true sense of the term. The contribution of the college to the development of humanity and creating knowledge based society through education is highly commendable. Courses offered by the college range from HSC (Higher Secondary Certificate) to Master's level.
This college offers Intermediate (HSC) courses in:
1. Science; 2. Humanities; and 3. Business Studies group;
Degree (pass) Courses in:
1. BA (Bachelor of Arts); 2. BSS (Bachelor of Social Science) 3. BBS (Bachelor of Business Studies); and 4. BSc (Bachelor of Science);
Graduation (4 year honours) courses in:
1. Bangla; 2. English; 3. Political Science; 4. Economics; 5. Social Work 6. Sociology 7. Philosophy; 8. History; 9. Accounting; 10. Management; 11. Geography; 12. Botany
Master's courses in:
1. Bangla; 2. English; 3. Political Science; 4. Social Work

Tuesday, 30 July 2019

July 30, 2019

City college jessore


১৯৬৭ সালের ১৭ জুলাই যশোরের তৎকালীন এম এন এ জনাব সরদার আহম্মদ আলীর নেতৃত্বে সে সময়ের শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ যেমন বেগম আয়েশা সরদার, জনাব এ এম বদরুল আলম, জনাব মোমতাজুল করিম (মজুমিয়া), জনাব এস এম আব্দুল আহাদ, জনাব এ এইচ এম ডি মহাসীন আলী, অধ্যাপক এ এফ এম সলিমুল্লাহ অধ্যাপক কাজী আব্দুর রউফ, অধ্যাপক ফজলুর রহমান, এ্যাডভোকেট ওলায়েত আলী  মৃধা প্রমুখ ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় যশোর সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন তৎকালনি ডেপুটি কমিশনার জনাব এ জে এম কামাল উদ্দীন চৌধুরী C S P-সহ Additional Deputy Commissioner ও Sudivisional officer. কলেজটি প্রতিষ্ঠাকালে প্রফেসর এ এফ এম সলিমুল্লাহ অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন এবং একাডেমিক কার্যাবলী চালিয়ে নেয়ার লক্ষে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগসহ, বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অনুমতি গ্রহণসহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স বিদ্যমান অবস্থায় ১৯৭৪ সালে এ কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয়। এরপর অধ্যক্ষ গাজী লুৎফর হোসেন, অধ্যাপক আফসার উদ্দীন, অধ্যাপক মো: ইয়াকুব, অধ্যাপক খন্দকার মকছুদুল হক ও বাংলা বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় ১৯৮৫ সালে এ কলেজে বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। এ সময়ের কর্মরত নবীন শিক্ষকগণের বিশেষ আগ্রহে অধ্যাপক মো: ইয়াকুবের প্রচেষ্টায় তৎকালীন শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রি জনাব খালেদুর রহমান টিটোর বিশেষ সুপারিশে ১৯৮৭ সালে কলেজটি জাতীয়করণকৃত হয়। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে এ কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়। জাতীয়করণকৃত কলেজটির ভৌত অবকাঠামোগত সমস্যা সমাধানে অধ্যাপক নার্গিস বেগম এর চেষ্টায় বিজ্ঞান ভবন ও ছাত্র হোস্টেল নির্মিত হয়। ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে এ কলেজে হিসাববিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, ইংরেজি ও উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালু হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস বেগমের প্রচেষ্টায়। অনেকগুলি অনার্স কোর্স চালু হওয়ার কারণে কলেজের শিক্ষক সংকটের সমাধানকল্পে অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার ঘোষ পদ সৃষ্টির প্রয়োজনীতা অনুভব করেন এবং এ লক্ষে তিনি জনাব মো: সেলিমুল আলম খান, জনাব এস এম শামীম আহসান ও জনাব অনাদী কুমার সাহাকে, উপাধ্যক্ষ জনাব কামরুল ইসলামের নেতৃত্বে পদ সৃষ্টির লক্ষে দায়িত্ব প্রদান করেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিতে ০৩টি অধ্যাপক, ০৮টি সহযোগী অধ্যাপকসহ মোট ২৮টি শিক্ষকের পদ সৃষ্টি হয়। পরবর্তীতে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার সাহার প্রচেষ্টায় এ কলেজে ব্যবস্থাপনা, দর্শন ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স এবং সমাজকর্ম ও ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয় এবং শিক্ষক সংকট সমাধানের জন্য তিনি বিভিন্ন বিষয়ে পদ সৃষ্টি করেন। শ্রেণিকক্ষের সংকট মোকাবেলার জন্য তিনি কলেজের টিনসেড ৪টি কক্ষের উনণয়ন করে পাঠদানের উপযোগী করেন। এ সকল কাজে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেন শিক্ষক পরিষদে সম্পাদক জনাব মো: মিজানুর রহমান।

প্রফেসর রনজিৎ কুমার ঘোষের সময়েই এ কলেজে শহীদ মিনার ও স্বাধীনতা স্মারক ভাস্কর্য নির্মিত হয়। কলেজের প্রবেশ রাস্তা উচুকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর ভূমিকা চির অম্লান। অধ্যক্ষ প্রফেসর দৌলতুননেছা ব্যক্তিগত অর্থে ছাত্র-ছাত্রীদের বিরতিকালীন বসার জন্য একটি ছাউনি নির্মাণ করেন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম চালু করেন। বর্তমানে কলেজটিতে শিক্ষক শিক্ষিকার পদ ৮৯টি এর বিপরীতে ৭০ জন কর্মরত। অফিস সহকারী ০৮ জনসহ অফিস সহাকয়কের সংখ্যা ৪০ জন। এ কলেজে বর্তমানে ৭৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত।

অধ্যক্ষ প্রফেসর সেলিনা ইয়াসমিন দায়িত্বভার গ্রহণের পর থেকেই কলেজের সকল কাজে গতিশীলতা আনার লক্ষে কলেজের ওয়েবসাইটি গতিশীল করা এবং হালনাগাদ সকল তথ্য কলেজ ওয়েবসাইটে দেয়ার ব্যবস্থা করেছেন। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মো: হাসান শিক্ষাদান ক্ষেত্রে আইসিটি’র প্রয়োগের জন্য মালিটমিডিয়া ক্লাসরুম, শিক্ষকদের এ সংক্রান্ত ট্রেনিং এর ব্যবস্থাসহ বিজ্ঞানভবনে পানির সমস্যা সমাধানকল্পে সাবমারছিবল টিউবওয়েল স্থাপন করেন। তিনি কলেজের একাডেমিক পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য শিক্ষক/শিক্ষিকগণের সমন্বয়ে ভিজিলেন্স কমিটি গঠন করেন এবং শ্রেণি পাঠদানসূচি অনুযায়ী ক্লাস নিশ্চয়নের ব্যবস্থা করেন। এছাড়াও একটি একাডেমিক ভবন যাতে এ কলেজে নির্মাণ সম্ভব হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। কলেজটিতে মান সম্পন্ন শিক্ষাদান, খেলাধুলা ও সংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল ক্ষেত্রে এ অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলো ছড়াবে এ প্রত্যাশা সকলের।
July 30, 2019

Jessore City College

Jessore City College is one of the best college in the district of Jessore. This college is situated at the centre of the city was established in 1967.It is proud of the upazilla for having an excellent academic records and meritorious result in the H.S.C and B.A,BSS BCom, Honours and Masters examination. For its having the best environment of study and the vast scope of exercising co-curricular activities, this college is proud to offer an excellent opportunity of building up the future leaders of the nation. The college is also the center of attraction for having Academic building, Library, Computer Lab, One hall, Mosque etc. It is now running H.S.C and B.A, BSS, BCom, Honours and Masters courses with thousands of students. Rover Scouts teams are also functioning here

যশোর সরকারি সিটি কলেজের ইতিহাস

 যশোর সরকারি সিটি কলেজ হল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর জেলা শহরের মনিহার এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। ...